Daily Frontier News
Daily Frontier News

শেরপুরের নালিতাবাড়ীতে ১৩৩ ভারতীয় মদের বোতল সহ গ্রেফতার এক

 

রবিউল ইসলাম (শেরপুর) প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের ধোপাকুরা বাজারের কাছ থেকে ৮ই জুলাই (সোমবার) সকালে একটি সাদা রঙের প্রাইভেটকার থেকে প্রায় ৬ লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ ভারতীয় ১৩৩ বোতল মদ সহ একজনকে আটক করেছে শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জানা যায়,সোমবার (৮জুলাই )সকালে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ধোপাকুরা বাজার এলাকায় একটি সাদা রঙের প্রাইভেটকার থেকে এসব মদ আটক করা হয়। এসময় মাদক কারবারি কুখ্যাত মাদক সম্রাট মোঃ মোকছেদ আলীকে (৩৮) আটক করে পুলিশ ‌। মোকছেদ আলী নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা গ্রামের মোঃ হাছান আলীর পুত্র।

গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ডিবির এসআই সাইফুল মালেক এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টিম সোমবার সকালে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী ধোপাকুরা এলাকায় অভিযান চালায়। এসময় সাদা রঙের একটি প্রাইভেট কার আটক করে তল্লাশি চালিয়ে ভারতীয় সিগনেচার সহ বিভিন্ন ব্রান্ডের ১৩৩ বোতল মদ উদ্ধার করা হয়। সেই সাথে মাদক কারবারি মোকছেদ আলীকে আটক করে পুলিশ। তবে তার সঙ্গীরা দৌড়ে পালিয়ে যায়। অবৈধ ভাবে আমদানীকৃত নিষিদ্ধ এসব মদ ভারত হতে পাচার করে এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি নাঈম মোহাম্মদ নাহিদ বলেন, গ্রেফতারকৃত মোকসেদ আলী সীমান্ত এলাকা হতে মদ ক্রয় করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকারোক্তিতে জানিয়েছেন।

এঘটনায় নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃত মাদক কারবারি মোকছেদ আলীকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

 

Daily Frontier News