স্টাফ রিপোর্টারঃ-
বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি অংশ হিসেবে আজ বুধবার নাঙ্গলকোটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতি উত্সাহী হয়ে বাধা দিলে বাঁধ ভাঙা জোয়ারের মত বাধা অতিক্রম করে নাঙ্গলকোটের বটতলায় লোটাস চত্বর তছনছ হয়ে যায় ।
উল্লেখ্য,এতদিন যারা ন াঙ্গলকোটকে শতভাগ লোটাস কামালের নাঙ্গলকোটে বলে ঘুম পাড়ানি মাসি পিসির গীত গেয়ে সুযোগ সুবিধা নিয়েছেন, বিশেষ করে তাদের মুখে চুনকালি পড়েছে ।
সামনে আরও ভয়াবহ পরিস্থিতির পুর্বাভাস পাওয়া যাচ্ছে । আজকে প্রমাণ হল নেতাকর্মী নির্ভর না হয়ে প্রশাশন বা পুলিশ নির্ভর হলে রক্ষা পাওয়া যায় না ।
এছাড়া ছাগল দিয়ে হাল চাষ হয়েছে না । আপনার কাছে ক্ষমতা আছে বলে
অশিক্ষিত, জুনিয়র ও হাইব্রিডদের মাথার তাজ বানাবেন,আর সিনিয়র ও ত্যাগীদের পায়ের তলায় বসাবেন ? ফলে সামনে আরও খেসারত দিতে হবে ।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics