বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ থেকেঃ- লন্ডনের বার্মিংহাম সিটি নির্বাচনে আষ্টন ওয়ার্ডের কাউন্সিলার হিসাবে সিলেটের মমতা নির্বাচিত।
জানাযায়, গত ৫ মে অনুষ্টিতব্য বার্মিংহাম সিটি নির্বাচনে আষ্টন ওয়ার্ডের ভোটাররা বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ব্যালেট পেপারের মাধ্যমে পূর্ণভূমি সিলেট জেলার ওসমানী নগর থানার দয়ামীর জালালপাড়া গ্রামের মরহুম ছোরাব আলীর বড় কন্যা মমতাজ হোসাইনকে কাউন্সিলার হিসাবে বিজয়ী করেছেন। এ বিজয়ের খবরে দেশ বিদেশের সকল আত্মীয় স্বজনদের মধ্যে আনন্দ উল্লাস বিরাজ করছে। এতে আষ্ঠনের সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন,
বাংলাদেশে অবস্থানরত মমতাজ হোসেনের চাচা ভাই সিলেটের ওসমানী নগর জাতীয় পাঠির সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন ও মামাতো ভাই জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বুলবুল আহমেদ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। নব- নির্বাচিত মমতাজ হোসেন দেশ- বিদেশের সকলের কাছে দোয়া ও সহযোগী কামনা করেছেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics