Daily Frontier News
Daily Frontier News

রোজায় ডায়াবেটিস রোগীর চিকিৎসা শীর্ষক আলোচনা সভা

 

 

কুমিল্লা প্রতিনিধি।।

 

ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির আয়োজনে গত মঙ্গলবার রাতে রোজায় ডায়াবেটিক রোগীর চিকিৎসা এবং সবার জন্য সুস্থ কিডনি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় এডভোকেট আ.হ.ম তাইফুল আলমের সভাপতিত্বে ও সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মফিজুর রহমান বাবলু ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার আতাউর রহমান জসিম। আলোচনা করেন ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির মেডিকেল অফিসার ডাক্তার জান্নাত ফেরদৌসি বিথী।
বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আলোচনা করেন, কুমিল্লা মেডিকেল কলেজের কিডনি বিশেষজ্ঞ ডাক্তার জহির উদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল লতিফ,গাইনি বিশেষ বিশেষজ্ঞ ডাক্তার দিলরুবা আক্তার। উপস্থিত ছিলেন
অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যক্ষ মফিজুল ইসলাম, এডভোকেট আবদুল মমিন ফেরদৌস, ডাক্তার আবদুল সেলিম, ডাঃ আবদুলা আল হাসান, ডাঃ গোলাম মোস্তফা, ব্রাহ্মণপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, এডভোকেট ফাহমিদা জেবিন, প্রভাষক রেজাউল করিম সিনিয়র শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম রেজাউল করিম, এডভোকেট জাহাঙ্গীর আলম ভূইয়া, এডভোকেট জাহানআরা বেগম, এডভোকেট মাহবুব আলম, এডভোকেট আবুল হাসেন জুয়েল, ডায়াবেটি হাসপাতালের দায়িত্বে রফিকুল ইসলাম খোরশেদ। অনুষ্ঠানে ডাঃ যোবায়দা হান্নানকে মরণোত্তর আপনজন সম্মাননা এবং শিক্ষানুরাগী ও সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরীকে আপনজন সম্মাননা দেওয়া হয়।

Daily Frontier News