Daily Frontier News
Daily Frontier News

রায়কোট উত্তর ও দক্ষিণ ইউপি নির্বাচন উপলক্ষে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছে জামায়াত

 

কুমিল্লা প্রতিনিধি

জেলার নাঙ্গলকোটের মধ্যে বৃহত্তর রায়কোট ইউনিয়নে রাজনৈতিক ও জনসমর্থনে শক্ত অবস্থানে রয়েছে জামায়াত। বর্তমান চেয়ারম্যান দ্বয়ের আগে এ বৃহত্তর রায়কোট ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন জামায়াতের মাওলানা জাফর আহম্মদ। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে এ ইউনিয়নকে দুই ভাগে ভাগ করে রায়কোট উত্তর ও রায়কোট দক্ষিন নামে দু ইউনিয়নে ভাগ করা হয়। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাওলানা জাফর নির্বাচনে অংশ না নিলেও রায়কোট দক্ষিন থেকে জামায়াতে প্রার্থী হিসেবে অংশ নেন জামায়াতে নেতা মাহফুজ খোন্দকার। আসন্ন নির্বাচনে রায়কোট দক্ষিন ইউনিয়নে জামায়াতের সম্ভাব্য প্রার্থী মাহফুজ খোন্দকাররের অথবা সাবেক শিবির নেতা মনির আহমেদ অংশ নিতে পারেন। সে লক্ষে মনির আহমেদ সবর্শেষ রমজানে প্রচুর সামাজিক কর্মকান্ডে অংশ নেয়। গরিবদের মাঝে সেমাই চিনি সহ নগদ অর্থ সহয়তা করেন। এছাড়াও মনির আহমেদের সাথে জামায়াতে হাই কমান্ডের সাথে সু সম্পর্ক রয়েছে।
মাহফুজ খোন্দকার বলেন, সংগঠন যে সিদ্ধান্ত দিবে, আমি মেনে নিব। সংগঠনের বাইরে কোন কথা বলতে পারি না।
এ দিকে রায়কোট উত্তরে জামায়াত মাওলানা জাফর এক থাকলেও জামায়াতে শিবির সহ সর্বস্তরের তরুনদের মধ্যে জনপিয়তা রয়েছে সাবেক শিবির নেতা ইসরাফিল হাজারীর। তিনি বলেন, আমি জামায়াত করি, সংগঠনের অনুমতি ছাড়া কোন প্রকার প্রচার প্রচারণা চালানো সম্ভব না।
জানা গেছে, ২০০১ সালের নির্বাচনের পর দিন জিতিলো রে জিতিলো রাজাকার জিতিলো স্লোগান দিয়ে শিবির নেতা মনিরের নেতৃত্বে নাঙ্গলকোটের মন্তলী ঝিকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বর্তমান চেয়ারম্যান মজিবুর রহমানের করা নৌকার গেইট ভেংগে ছিড়ে নিয়ে এসে মন্তলী বাজার ডাঃ মফিজের দোকানের সামনে আগুন দেয়। পরে তার নেতৃত্বে মন্তলী হাইস্কুলের অফিস থেকে ব্ঙ্গবন্ধুর ছবি ছিড়ে নিয়ে এসে আগুন লাগিয়ে দেওয়া হয়।
অভিযোগের বিষয়ের মনিরের বক্তব্য জানতে তার ব্যবহৃত মুঠোফোনে বারবার কল করলেও তিনি রিসিভ করেননি।
নাঙ্গলকোট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবদুল করিম বলেন, নির্বাচনী মনোনয়ন বোর্ডের ভোটাভুটির মাধ্যমে যে সর্বোচ্চ ভোট পাবে, তাকে সংগঠন মনোনয়ন দিবে। সংগঠনের একাধিক প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছে-এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, সংগঠন একজনকে মনোনয়ন দিবে। সংগঠনের বাইরে কেউ প্রার্থী হলে তাকে বহিস্কার করা হবে।

 

Daily Frontier News