জামাল উদ্দিন স্বপন বিশেষ প্রতিনিধিঃ–
অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল লোটাসের পরীক্ষিত এপিএস কে এম সিং রতনের আকস্মিক অব্যাহতি খবরে এলাকায় নানারকম প্রশ্ন দেখা দিয়েছে । কেহ বলছে সরকারের মেয়াদ শেষ হবার এক বছর আগে তার এ অব্যাহতি রহসস্যজনক ।
গত আটাশ বছর দম্ভের সাথে তিনি এপিএসের দায়িত্ব পালন করেছিলেন । লোটাস কামালের পক্ষে রাজনৈতিক সকল কর্মকাণ্ড,সিদ্ধান্ত সকল কিছু তিনিই দিয়েছেন । রাজনীতির পদ পদবি, চেয়ারম্যান, মেম্বারদের দলীয় মনোনয়নের ভাগ্য নিয়ন্তকের দায়িত্ব তিনিই পালন করেছেন । কোটি টাকায় মনোনয়ন বাণিজ্যের অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে । ঠিকাদারী কাজ, টিআর,কাবিখা,কাবিটা,চল্লিশ দিন কর্মসূচি,একশ দিনের কর্মসূচি,চাকরি বাণিজ্য, কাজী নিয়োগ বাণিজ্য, কমিটি বাণিজ্য,পদ বাণিজ্য সবই করেছেন । নাঙ্গলকোট পৌরসভার সরকারি বরাদ্দের বস্তায় ভরা টুয়েন্টি পারসেন্ট টাকা সবকিছুই পাই টু পাই আদায় করেছেন । আর এ টাকা জায়গামতো পৌঁছিয়েছে সেটাও মানুষ জানে । তাই তাঁর অব্যাহতি এলাকার মানুষের কাছে রহস্যজনকই মনে হচ্ছে!
তবে বিজ্ঞ জনেরা বলেন, বিরোধী দল আন্দোলনে, সরকারের টালমাটাল অবস্থা । পরিস্থিতি খারাপের দিকে গেলে দেশে যদি আবার ওয়ান ইলেভেন আসে তাহলে রতনকে রিমান্ডে নিলে সকল তথ্য নিমেষেই বের হয়ে যাবে । পূর্ব প্রস্তুতি স্বরুপ তাঁকে অব্যাহতি দিয়ে দেশের বাহিরে পাঠিয়ে দিলে সেইফ হয়ে যাবে । সেই রকম পরিকল্পনা থেকেই অব্যাহতি নাটক ।
উল্লেখ্য, আ হ ম মুস্তাফা কামাল ওরফে লোটাস কামাল অর্থ মন্ত্রী হবার পর এ পর্যন্ত তাঁর নির্বাচনী এলাকার অংশ নাঙ্গলকোটে আসেনি । তার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে সকল কিছুই পরিচালনার দায়িত্বে ছিলেন সদ্য অব্যাহতি নেয়া কে এম সিং রতন । তাঁকে বলা হত ভারপ্রাপ্ত এমপি !
প্রতিদিন শতশত নেতাকর্মী ফোন দিলেও তিনি রিসিভ করতেন হাতেগোনা দু’চারজনের । বিশেষ করে নাঙ্গলকোটে যাদেরকে খলিফা নামে চিনে । আর এর বাহিরে যারা ঠিকাদারী কাজ পাইতে এবং চাকরি বাণিজ্যের এজেন্ট যারা তাদের ফোন রিসিভ করতেন ।
বর্তমানে রতনের স্ত্রী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন । স্ত্রীকে সেবা দিতে তিনি হাসপাতালে অবস্থান করছেন । সেখানে কুমিল্লার কিছু ঠিকাদারের আনাগোনার খবর পাওয়া যাচ্ছে । বিভিন্ন সূত্রে জানা গেছে যে সব ঠিকাদার কাজ পেতে অগ্রিম কমিশন দিয়েছে, তারা উপায় খুঁজতে নিয়মিত হাসপাতালে হাজির হচ্ছে ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics