Daily Frontier News
Daily Frontier News

মুন্ডা সমাজ কল্যাণ পরিষদের আঞ্চলিক মুন্ডা সম্মেলন সম্পূর্ণ

 

 

লিটন মুন্ডা, চুনারুঘাট প্রতিনিধিঃ-

,      হবিগঞ্জে  ২৪ শে জুলাই ( রবিবার) চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে হবিগঞ্জ জেলার মুন্ডা সম্প্রদায়ের মুন্ডা সমাজ কল্যাণ পরিষদের ভেলাবিল মুন্ডা সমাজের আয়োজনে “আঞ্চলিক মুন্ডা সম্মেলন,, এর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মুন্ডা সম্প্রদায়ের ভাষা, সংস্কৃতি রক্ষা, শিক্ষা বিস্তার ও মাদক মুক্ত সমাজ গঠনসহ সাংগঠনিক বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

,               উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্ডা সমাজ কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা আদিবাসী পরিষদের সভাপতি মহানন্দ মুন্ডা, ২ নং আহম্মাদাবাদ ইউনিয়ন পরিষদ এর ৯নং ওয়ার্ড মেম্বার রতন মুন্ডা, মুন্ডা সমাজ কল্যাণ পরিষদের জেলা কমিটি সভাপতি – লব মুন্ডা, উদয়ন হাই স্কুলের প্রধান শিক্ষক – স্বপন মুন্ডা, কানাইলাল মুন্ডা, সাংবাদিক লিটন মুন্ডা, অভি মুন্ডা, বিপন মুন্ডা প্রমূখ।

Daily Frontier News