সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জঃ-
“মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা হারিয়ে যেতে দিব না” মুক্তিযুদ্ধের চেতনার বাতিঘর শহীদ জননী জাহানারা ইমামের ৯৩ তম জন্মদিনে আজ মানিকগঞ্জ শহরস্থ স্যাক কার্যালয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে বিকেল ৪.০০ ঘটিকা থেকে সন্ধা ৬.০০ ঘটিকা পর্যন্ত তার জীবন কর্ম ও আগামী বাংলাদেশের পথরেখা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সংগঠনের সভাপতি অ্যাডঃ দীপক কুমার ঘোষ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আলী আকবর টাবি, আলোচনায় আরো অংশগ্রহণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড অধ্যাপক আবুল ইসলাম সিকদার, বাংলাদেশ আওয়ামীলীগ মানিকগঞ্জ সদর উপজেলা কমিটির সাবেক সভাপতি ও চেয়ারম্যান হাসিব উদ্দিন আহমেদ সেলিম,উদীচী মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, সপ্তসুর এর সভাপতি অধ্যাপক বাসুদেব কুমার সাহা, অধ্যাপক মনোয়ার হোসেন, জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান শ্রীমতী লক্ষী চ্যাটার্জী, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড মো.নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন শহীদ জননী জাহানারা ইমাম আমাদের চেতনার বাতিঘর ও মশাল জ্বালিয়ে দিয়েছেন।
মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার যে ত্যাগ ও শক্তি আমাদের দেখিয়েছেন আমরা সেটি থেকে পিছপা হবো না। আমরা পথ হারাবো না। গণকমিশনের শ্বেত পত্রে আমরা যা বলেছি সঠিক বলেছি ভুল বলিনি।এতে মৌলবাদকে উন্মাদনা শুরু হয়েছে, আমরা ভয় পাইনা, যত কষ্টই হোক নির্মূল কমিটির কার্যক্রম কে এগিয়ে নিতে হবে। ধর্মীয় চর্চার সংকোচন করে সাংস্কৃতিক জাগরণ ঘটাতে হবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics