সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জঃ-
” বিদ্যুৎ গ্যাস ও পানির অপচয় রোধ করি,জীবাশ্ম জ্বালানির চাপ কমাই,কার্বন নিরপেক্ষ জীবন গড়ি, নবায়নযোগ্য শক্তির ব্যাবহার বৃদ্ধি করি” এই ধরনের বিভিন্ন স্লোগান কে সামনে রেখে
আজ মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক জলবায়ু ন্যায্যতার জনমঞ্চের আয়োজন করেছে।
অনুষ্ঠানমালার শুরুতেই জাতীয় সংগীতের মাধ্যমে নবীন প্রবীণ সম্মিলনে বীজ বিনিময়ের মাধ্যমে উদ্ভোদনী পর্ব শুরু হয়।
প্রবীণ কৃষক নেতা মো ইব্রাহিম মিয়া, কৃষক নেতা ও সাবেক ইউপি সদস্য শহীদ বিশ্বাস ও কৃষাণী আমেনা বেগম জনমঞ্চের শুভ উদ্ভোদন ঘোষণা করেন।
আলোচনা পর্বে কৃষক নেতা করম আলী মাস্টার এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, কর্মসূচি সমন্বয়কারী রাশেদা আক্তার। সেশন পরিচালনা করেন বারসিক পরিচালক পাভেল পার্থ, সৈয়দ আলী বিশ্বাস। বারসিক সমন্বয়কারী জাহাঙ্গীর আলম ও সাংবাদিক বনানী মল্লিক।
আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জনাব মুহাম্মদ আব্দুল লতিফ। বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) সানোয়ারুল হক, অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম সারোয়ার ছানু, সাংস্কৃতিক সংগঠক রতন সাহা,কমরেড মোঃ ইকবাল খান ,সাংবাদিক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, জাহাঙ্গীর আলম বিশ্বাস, আব্দুল মোমিন, আবুল বাশার আব্বাসী, সাধন সূত্রধর প্রমুখ।
অংশগ্রহণকারীদের মধ্যে থেকে আলোচনায় অংশগ্রহণ করেন যুব ভোকাল মীর নাদিম, মিজানুর রহমান হদয়,হাসান সিকদার, মাইকেল আকাশ,আশীষ সরকার,তানিয়া আক্তার,দুর্গা রানী মন্ডল, ঋতু রবি দাস, রুমা আক্তার, শাহিনুর রহমান প্রমুখ।
ব্যাবস্থাপনা সহায়তায় মাসুদুর রহমান, শিমুল কুমার বিশ্বাস নিতাই চন্দ্র দাস, মো.নজরুল ইসলাম, সামায়েল হাসদা,তপন সাহা,মুক্তার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন মানিকগঞ্জ অঞ্চলের পরিবেশ নদী নালা খাল বিল, নিরাপদ কৃষি প্রতিবেশ সংরক্ষণে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ জোরদার করতে হবে। লোকজ সংস্কৃতির সুরক্ষার আন্দোলন সংগ্রাম জোরদার করতে হবে। কার্বন নিঃসরণ রোধে নবায়নযোগ্য শক্তির ব্যাবহার বৃদ্ধি করতে হবে
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics