Daily Frontier News
Daily Frontier News

মানিকগঞ্জে প্রয়াত মোহাম্মদ মহসিনের স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত

 

 

সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জঃ-

“যা হবার তাই হোক,ঘুচে যাক সর্বশোক,সর্ব মরিচীকা। বলো শান্তি বলো শান্তি, দেহ- সাথে সব ক্লান্তি,পুড়ে হোক ছাই। কবি গুরুর এই অমর বাণীকে সামনে রেখে আজ মানিকগঞ্জ শহরস্থ স্যাক কার্যালয়ে মানিকগঞ্জ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে সন্ধা ৭.০০ ঘটিকা থেকে রাত ১০ ঘটিকা পর্যন্ত মানিকগঞ্জ মেঘশিমুল ধলেশ্বরী নদীর তীরে আমাদের অন্যতম প্রগতিশীল পরিবারের বিশিষ্ট ব্যাবসায়ী লেখক ও সাংস্কৃতিক কর্মী সদ্য প্রয়াত মোহাম্মদ মহসিনের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় নারীনেত্রী শ্রীমতী লক্ষী চ্যাটার্জীর সভাপতিত্বে ও উন্নয়নকর্মী মো.নজরুল ইসলামের সঞ্চালনায় সূচনা বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব বিমল চন্দ্র রায়। আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট সমাজকর্মী অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, সাংস্কৃতিক কর্মী অধ্যাপক আবুল ইসলাম সিকদার, কমরেড মুজিবুর রহমান মাস্টার, অ্যাডভোকেট আতাউর রহমান নান্নু, অধ্যাপক মনোয়ার হোসেন, পরিবারের পক্ষে ভ্রমণপ্রেমী আল্লামা অনিশ আজহার, সহপাঠী বন্ধু সমাজকর্মী তাপস কর্মকার, ডাঃ ভজন কৃষ্ণ বনিক, হাসান সাইদ,এডওয়ার্ড এস জামান, আলোকিত শিক্ষক সাইফুল ইসলাম বক্স দিপু,বিদগ্ধ পাঠক আলামিন, ওস্তাদ মিঠু, রাতুল রহমান প্রমুখ।
বক্তারা ক্ষণজন্মা একজন আলোকিত মানুষ আমাদের নক্ষত্র সকলের প্রিয় মোহাম্মদ মহসিনের স্মৃতিকে একত্রিত করে একটি স্মারক গ্রন্থ প্রকাশের প্রস্তাবনা ও এই বছরেই প্রকাশের সিদ্ধান্ত হয়। সমাজে এমন অসাম্প্রদায়িক চেতনার মশাল নিভে যেতে পারে না।আমরা তার আদর্শ বুকে ধারণ করে প্রগতির পথে হাঁটব।

Daily Frontier News