Daily Frontier News
Daily Frontier News

মানিকগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ৩৭৩ টি ঘর পেলেন ভূমিহীন পরিবার

 

 

সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জঃ-

 

মানিকগঞ্জের প্রধানমন্ত্রীর উপহারের ৩৭৩ টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে হস্তান্তর করা হয়েছে। এরমধ্যে সিংগাইরে ১৫০ টি সাটুরিয়া উপজেলায় ০৭ টি শিবালয় উপজেলায়২৮টি ঘিওর উপজেলায় ত্রিশটি হরিরামপুর উপজেলায় ৩০ টি দৌলতপুর উপজেলায় ১২৫ টি ও সদর উপজেলায় ৩০ টি। সাটুরিয়া উপজেলা প্রশাসন আয়োজিত ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল লতিফ। তিনি সাটুরিয়া ও ঘিওর উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করেন। এসময় সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, ভাইস চেয়ারম্যান শিউলি আক্তারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
এদিকে সিংগাইর উপজেলা প্রশাসন আয়োজিত ঘর হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা দীপক দেবনাথ। এসময় উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান হান্নান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, ভাইস চেয়ারম্যান শারমিন আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উপকারভোগীদের মাঝে চাবি ঘরের হস্তান্তর করা হয়।

Daily Frontier News