Daily Frontier News
Daily Frontier News

মানিকগঞ্জে জাসদ নেতা প্রয়াত আনিসুর রহমান ও ইকবাল হোসেন খানের স্মৃতিচারণে স্মরণসভা অনুষ্ঠিত

 

 

সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জঃ-

 

মানিকগঞ্জে প্রয়াত জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খানের স্মৃতিচারণে এক স্মরণ সভা অনুষ্ঠিত
হয়েছে।
এ স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বীর মুক্তিযুদ্ধা রবিউল আলম।ডায়মন্ড কমিউনিটি সেন্টার মিলনায়তনে
এ স্মরণ সভায় জেলা জাসদের সাধারণ সম্পাদক আসলাম খান বাবু এর সঞ্চালনায় ও জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ সারোয়ার আলম চৌধুরী, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি অ্যাডভোকেট দিপক কুমার ঘোষ,জেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, উদিচি জেলা কমিটির সভাপতি মুস্তাফিজুর রহমান মামুন, সদর উপজেলা জাসদের সভাপতি সালাম আহমেদ, পৌর জাসদের সভাপতি ইজাজুল হোসেন খান বরসাত, সদর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ ইকবাল খান, পৌর জাসদের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান মৌলিক কাজল, ও জেলা যুব জোটের সাধারণ সম্পাদক সোলায়মান খান।
বক্তারা প্রয়াত দুই নেতার নীতি আদর্শ ও
তাদের রেখে যাওয়া কর্মকাণ্ডের ওপর গুরুত্বারোপ ও স্মৃতিচারণ করেন।

Daily Frontier News