Daily Frontier News
Daily Frontier News

মানিকগঞ্জে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম- পরিকল্পনা অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজন সভা অনুষ্ঠিত

 

 

 

সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জঃ-

 

মানিকগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় শুদ্ধাচার পরিকল্পনা অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠার লক্ষে অংশীজন সভা। আজ দুপুরে প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে এ সভায় অতিথি ছিলেন ঢাকা বিভাগের স্থানীয় সরকার প্রকৌশলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মন্মথ হালদার। বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলীপ্রভাস চন্দ্র বিশ্বাসসহঅন্যান্য প্রকৌশলীগণ, নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়জুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম সারোয়ার ছানু,সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, এটিএন নিউজের স্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদ,প্রথম আলোর প্রতিনিধি আব্দুল মোমিন, নিউজ টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার ইউসুফ আলী,সময় টিভির স্টাফ রিপোর্টার ইউসুফ আলী, নয়া দিগন্তের প্রতিনিধি,শাহানূর রহমান, মাই টিভির আজিজুল হক ও ঠিকাদারসহ অন্যান্য পেশাজীবীর প্রতিনিধিরা। পরে প্রধান অতিথি জাতীয় শোক দিবস উপলক্ষে এলজিইডির পুকুর পাড়ে একটি ফলের চারা রোপন করেন।

Daily Frontier News