সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জঃ
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে মলম পার্টি চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪; চুরিকৃত স্বর্ণের অলংকার উদ্ধার।
১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই ও মলম পার্টি চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
২। গত ২০ মার্চ ২০২২ তারিখে র্যাব-৪ এর টহল দল কর্তৃক পাটুরিয়া ফেরিঘাট এলাকায় জনৈক মোঃ সরোয়ার হোসেন’কে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভুক্তভোগীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে জানা যায় যে, তিনি একজন প্রবাসী। ঘটনার দিন সকাল ০৮.৩০ ঘটিকার সময় ভুক্তভোগী শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রাইভেটকারযোগে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড হয়ে খুলনার বাসে উঠেন। যাত্রাপথে একটি সংঘবদ্ধ মলম পার্টি চক্রের কয়েকজন সদস্য তাকে জোরপূর্বক চেতনানাশক ঔষধ মিশ্রিত বিস্কুট খাওয়ালে ভুক্তভোগী অজ্ঞান হয়ে যান এবং এই সুযোগে মলম পার্টির সদস্যরা তার কাছে থাকা স্বর্ণ, হীরার আংটি, মোবাইলসহ অন্যান্য দামী জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। পরবর্তীতে ভুক্তভোগী র্যাব-৪ এর কাছে এ সংক্রান্তে একটি অভিযোগ দায়ের করেন যার প্রেক্ষিতে স্থানীয় সোর্স এবং র্যাবের গোয়েন্দা দলের অনুসন্ধানের ভিত্তিতে জানতে পারা যায় যে, মলম পার্টি চক্রের কয়েকজন সদস্য ঈদ-উল-ফিতর উপলক্ষে পুনরায় পাটুরিয়া ঘাট এলাকায় অবস্থান করছে। এরুপ সংবাদের ভিত্তিতে ৩০ এপ্রিল ২০২২ তারিখ র্যাব-৪ এর একটি অভিযানিক দল মানিকগঞ্জ জেলার শিবালয় থানাধীন পাটুরিয়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে মলম পার্টি চক্রের নিম্নোক্ত ০২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ
(১) মোঃ আমির হোসেন (৪৮), জেলা- বরিশাল।
(২) লিটন প্রকাশ @ মিলটন (৪৯), জেলা- বরিশাল।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর কোতয়ালী থানাধীন তাতীবাজার এলাকা হতে ০১ জোড়া স্বর্ণের রুলি, ০১ টি স্বর্ণের চেইন, ০১ জোড়া স্বর্ণের কানের দুল, ০১ টি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা মলম পার্টি চক্রের সক্রিয় সদস্য মর্মে স্বীকারোক্তি প্রদান করে। এই চক্রটি দীর্ঘদিন ধরে পলাতক আসামীদের যোগসাজশে যাত্রীর ছদ্মবেশে দুর পাল্লার পরিবহন বাসে উঠে সাধারণ যাত্রীদের সাথে সখ্যতা গড়ে তোলে কৌশলে চেতনানাশক ঔষধ মিশ্রিত বিস্কুট, পানি পান করিয়ে যাত্রীদের সর্বস্ব লুট করে নেয়। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, পবিত্র ঈদ-উল-ফিতরে বিপুল সংখ্যক যাত্রী পাটুরিয়া ঘাট দিয়ে দক্ষিণবঙ্গে যাতায়াত করে বিধায় তারা পুনরায় সাধারণ মানুষকে চেতনানাশক প্রয়োগ করে সর্বস্ব লুট করার উদ্দেশ্যে পাটুরিয়া ঘাট এলাকায় অবস্থান করছিলো।
৪। উপরোক্ত বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ সংঘবদ্ধ মলম পার্টি চক্রের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics