আঃ ছাত্তার মিয়া নরসিংদীঃ-
নরসিংদীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নয়ন মিয়া নামে এক ইট-বালু ব্যবসায়ী নিহত হয়েছেন।গতঃ বুধবার (১৮ মে) রাত নয়টার দিকে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা ৫০ হাজার টাকাও নিয়ে যায়। নিহত নয়ন মিয়া মেহেরপাড়া এলাকার চৌয়া গ্রামের মানিক মিয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানান, বিগত কয়েকমাস ধরেই ইট ও বালু ব্যবসায়ী নয়ন মিয়ার কাছে অনৈতিক চাঁদা দাবি করে আসছিলো একই এলাকার মাহফুজ ও তার দলবল। চাঁদা না দেওয়ায় নয়ন মিয়াকে একাধিকবার মেরে ফেলার হুমকিও দেয় তারা। এরমধ্যে, বুধবার সন্ধ্যায় নয়ন মিয়া তার দোকানে ঢুকলে মাহফুজ ও তার দলবল পেছন থেকে আক্রমণ করে পিঠে ছুরি দিয়ে আঘাত করে দোকানে থাকা ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা নয়ন মিয়াকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, মূলহোতা মাহফুজকে আমরা এরই মধ্যেই গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। আমরা আশা করছি খুব শিগগিরই বাকিদেরও গ্রেফতার করবো।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics