স্টাফ রিপোটারঃ-
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামের ডেঙ্গুশাহ বাজারের দানবাক্স ছিনতাইয়ের ঘটনা ও মারামারির মামলা বর্তমান হরিপুর ইউপি চেয়ারম্যান হাজী মোঃ ফারুখ মিয়া ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রার্থী শিরিন আক্তার চৌধুরীর একমাত্র ছেলে মোঃ ইব্রাহিম সবুজকে জেলহাজতে প্রেরণ করেছে আদ্লত।২০২০ সালে হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামের ডেঙ্গুশাহের মাজারের দানবাক্স ছিনতাই ও মারামারির ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার মিজানুর রহমান বাদী হয়ে ৩৫ জনকে আসামী করে আদালতে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ আদালতে সি,আর মামলা নং ১২৩/২০ দায়ের করে।আদালত মামলাটি আমলে নিয়ে,পিবিআইকে মামলাটি তদন্ত পূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আজ ৩১ মে ২০২২ তারিখে ওই মামলায় আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত সবুজের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে।জানা গেছে ওই মামলা ছাড়াও সবুজের বিরোদ্বে মাদক মামলারও গ্রেপ্তারী ফরোয়ানা রয়েছে।একই তারিখে ২০১৬ সালের ৩০ শে অক্টোবরের নাসিরনগরে মন্দির ভাংঙ্গা মামলার গ্রেপ্তারী ফরোয়ানাভূক্ত আসামী হরিপুরের ত্রাসনামে খ্যাত মাদক, চুরি,ডাকাতি, খুন সহ একাধিক মামলার পলাতক আসামী কাপ্তান মিয়াও আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তাকেও জামিন না দিয়ে জেলহজতে প্রেরণ করেন
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics