Daily Frontier News
Daily Frontier News

মন্ত্রী এবং পীরের সাক্ষাত্ নিয়ে নানা প্রশ্নের উদ্রেক

 

 

জামাল উদ্দিন স্বপন নাঙ্গলকোট প্রতিনিধি-

 

সাড়ে চার ধরে আইসোলেশনে আছেন অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল । অফিস করেন বাসায় বসে । রাজনীতির কর্মকাণ্ড চালাচ্ছেন অডিও ভিডিওতে । নির্বাচনী এলাকার মানুষ দেখা পায়না ভুলেও । হেভিওয়েট নেতারা মন্ত্রীর গুলশানে বাসভবনের সামনে দিনের পর দিন দাঁড়িয়ে থেকেও সাক্ষাত্ দূরেত্ব কথা চেহারা মোবারক দেখার ভাগ্য জুটেনা । সেখানে মৌকরার পীর নামে খ্যাত নেসার উদ্দিনের সাথে দুই ঘন্টার কথোপকথনের সাক্ষাত্ এবং ফটোসেশন স্বয়ং পীর সাহেবের ফেসবুক স্ট্যাটাস মানুষের মনে নানা প্রশ্নের উদ্রেক দিয়েছে । কেউ বলছেন সম্প্রতি তিনি চিকিত্সার জন্য সিঙ্গাপুর থেকে এসেছেন । ডাক্তার সম্ভবত তেমন ভরসা দেননি ।
সাধারণত মুসলিম সমাজে মানুষ মৃত্যু মুখে পতিত হলে আত্মীয় স্বজনেরা একজন আলেম ডেকে এনে মৃত পথযাত্রীকে তওবা করান । এটাও তার অংশ কি না সেটা নিয়ে এলাকার মানুষ আলোচনা করছেন ।
তবে এক বুজুর্গ আলেম বলছেন, যদি কেহ একাধিকের হক নষ্ট করে গুটি কতেককে সুবিধা দিয়ে থাকেন, তাহলে যত বড় পীর ধরে তওবা করেন কোনো লাভ হবে না, অর্থাত্ মাফ পাবেন না । মাফ চাইতে হবে যাদের হক নষ্ট করেছেন তাদের নিকট । এছাড়া মাফ চাইতে হবে তাদের নিকট যাদের অবদানে মৃত পথযাত্রী সম্মানিত হয়েছেন ।
এছাড়া কেহ যদি উপযুক্ত ব্যাক্তিকে প্রাপ্য সম্মান না দিয়ে বরং অপমান করেছেন তিনি যত বড় পীর দিয়ে তওবা করুক কোনোভাবেই মাফ পাবে না ।

Daily Frontier News