Daily Frontier News
Daily Frontier News

ভাষা সৈনিক আব্দুজ জহুর এর কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন- চেয়ারম্যান বাবুল।

 

এস এ আখঞ্জী তাহিরপুর:-

.                   ১৯৫২ সালে মাতৃভাষার সম্মান
রক্ষা করতে গিয়ে কারাবাস করেছেন, মুদ্ধিযোদ্ধের অন্যতম সংগঠক,ভাটির জনপদের একজন উজ্জ্বল নক্ষত্র, ক্ষনজন্মা প্রাণপুরুষ জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি আব্দুর জহুর এমপি’র সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধরী বাবুল।

মেঘালয়ের গা ঘেঁষে শাহ্ আরফিন এর সীমান্ত সংলগ্ন যাদুকাটা নদীর কূলঘেষের বিন্নাকুলি গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারের জন্ম গ্রহণ করে
আলোকিত করেছিলেন তাহিরপুর উপজেলা তথা সুনামগঞ্জ। এই মহান মানুষটি সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে
ধন্য মনে করেছেন,,গনমানুষের নেতা ভাঠি অঞ্চলের প্রাণপুরুষ রাজনীতিবিদ ডিজিটাল প্রজন্মের আইকন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুনামগঞ্জ জেলার ম্রেষ্ট উপজেলা চেয়ারম্যান তাহিরপুর উপজেলা পরিষদের জননন্দিত উপজেলা চেয়ারম্যান তাহিরপুরের উন্নয়নের সারথি বাবু করুনা সিন্ধু চৌধুরী বাবুল।

এসময় উপস্থিত ছিলেন প্রয়াত এমপি’র পুত্র সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমেদ, আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে, চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, সৎ আদর্শের পথিক , হাজার বছরের স্বপ্নভ্রষ্ট , মুক্তি যোদ্ধের অন্যতম সংগটক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর ভাঠির জনপদে জন্ম নেয়া এই ক্ষনজন্মা রাজনীতিবিদদের কবরে শ্রদ্ধা জানাতে পেরে আজ আমি ধন্য, আমার রাজনৈতিক জীবনের একজন আদর্শ ছিলেন মরহুম আব্দুজ জহুর এমপি র , উনার সাথে আমার রাজনৈতিক জীবনের অনেক স্মৃতিচারন যা কখনো বলে শেষ করা যাবে না।উনার মৃত্যু বার্ষিকীতে এসে কবরের পাশে দাড়িয়ে নিজেকে আজ বড়ই অপরাধী মনে হলো কারন ওনার কবরটুকু আজ ও অবহেলায় অযত্নে পরে আছে, আব্দুজ জহুর সাহেবরা সেদিন বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে জীবনের মায়া ত্যাগ করে, যুদ্ধে ঝাপিয়ে না পড়লে আমরা হয়তো আজও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকতে হতো। জাতির ম্রেষ্ট সন্তান, যিনি সুনামগঞ্জের রাজনিতীতে এক উজ্জল নক্ষত্র, সারা জীবন জনগনকে দিয়ে গেছেন, বিনিময়ে কিছু নেওয়ার চিন্তা করেন নি।আমি উপজেলা চেয়ারম্যান জনগনের এই প্রিয় নেতার কবরস্থান যত তারাতারি সম্ভব। উপজেলা সমন্বয় মিটিংয়ে আলোচনা পুর্বক কবরটি আধুনিক দৃষ্টিনন্দন স্তাপত্য নির্মান করে মুক্তিযোদ্ধের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করবো। আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন।

Daily Frontier News