মোঃ আক্তারুজ্জামান লিটন// খুলনা ব্যুরো।।
খুলনার খানজাহান আলী থানা এলাকার এক কিশোরী (১৭) কে ভারতে পাচার ও যৌনকর্মি হিসেবে বিক্রির অপরাধে ২জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার (১৮ মে) খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩-এর বিচারক আ: ছালাম খান এ রায় ঘোষণা করেন।
মামলার রায়ে অপর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় বেকসুর খালাস দেয়া হয়।
দন্ডপ্রাপ্ত দুই আসামি মোঃ শাহীন শেখ ও আসমা বেগম ওরফে সালমা সম্পর্কে স্বামী ও স্ত্রী। তারা দুজনেই পলাতক রয়েছেন।
মামলার রাষ্টপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট ফরিদ আহমেদ জানান, ২০০৯ সালের ১৯ অক্টোবর এক কিশোরীকে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে শাহীন ও আসমা ভারতে নিয়ে যায়। সেখানে টাকার বিনিময়ে তাকে যৌনপল্লিতে রেখে আসে। এরপর ভুক্তভোগীর পরিবার শাহীনকে কল দেয়। সে জানায়, ২০ হাজার টাকা দিলে তারা কিশোরীকে ফেরত দেবে। এভাবে নানা কথা বলে টালবাহানা করতে থাকে। এক পর্যায়ে ওই কিশোরী ফিরে এসে তাদের বিরুদ্ধে মামলা করে।
আদালতে মামলার শুনানিকালে আট জনের সাক্ষ্য গ্রহণ করেন। এই মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন আলী আমরান হোসেন লিটন।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics