ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি ।।
ব্রাহ্মনপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ড্রেজিং করে মাটি ও বালু উত্তোলনের অপরাধে আলমগীর হোসেন (৩৮) এক ব্যক্তিকে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। এসময় ড্রেজার মেশিন জব্দ করা হয়। প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা’র নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া এলাকায় অভিযান চালায়। এসময় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি ও বালু উত্তোলনের অপরাধে একই এলাকার আলমগীর হোসেন (৩৮) এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেন। অভিযানে ড্রেজার মেশিনটি জব্দ করা হয়। এ বিষয়ে ইউএনও সোহেল রানা বলেন, অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। যেখানেই ড্রেজার মেশিন সেখানেই অভিযান অব্যহত থাকবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics