ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোঃ রাকিবুর রহমান রকিবঃ-
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে পুলিশ হেফাজতে ব্যবসায়ী নজীর আহমেদ মৃত্যু ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফাতর করে শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সন্ত্রাস প্রতিরোধ ম ের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি আবদুন নূরের সভাপতিত্বে বক্তব্য রাখেন নিহতের ভাই হোসাইন আহমেদ তফসির, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন , সরাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক এডঃ আব্দুর রাশেদ, আইনজীবী মোঃ নাসির, কবি মনির হোসেন, কমরেড নজরুল ইসলাম প্রমূখ। এ সময় বক্তারা, পুলিশ হেফাজতে নজির আহমেদের মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবী করে দায়ীদের আইনের আওতায় আনার দাবী জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারিও দেন তারা।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা নিজসরাইল মোল্লাবাড়ি গ্রামের, আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিজসরাইল আলীনগর জামে মসজিদের সাবেক খতিব হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ সাহেব এর কনিষ্ঠ সন্তান, তরুণ ব্যবসায়ী নজীর আহমেদকে পুলিশ হেফাজতে হত্যার অভিযোগ উঠে। এ ঘটনায় নিহত নজির আহমেদ সাপুর স্ত্রী শিরীন সুলতানা রিমা বাদী হয়ে সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল এবং এএসআই সাইফুল স্থানীয় ওয়ার্ড মেম্বর মোঃ শাহেদ উল্লাহ সহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন।
মোঃ রাকিবুর
তারিখ ২১-৫-২০২২
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics