Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক করল বিজিবি

 

স্টাফ রিপোর্টার।

.      ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল কর্তৃক ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকারের মালামাল আটক করেছে বিজিবি। যার সিজার মূল্য ২ কোটি ৪০ লক্ষ ৩৬ হাজার আটশত টাকা।

রবিবার (১১ আগস্ট) দুপুর সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবির পক্ষে থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে
গত ০৭ আগস্ট ২০২৪ইং তারিখ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলাধীন চান্দুরা নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সিলেট হতে ঢাকাগামী একটি এসএ পরিবহনে অভিযান পরিচালনা করে অভিনব উপায়ে লুকায়িত অবস্থায় ২ কোটি ৪০ লক্ষ ৩৬ হাজার আটশত টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল আটক করা হয়।

আটককৃত মালামাল মধ্যে রয়েছে শাড়ী কাপড়- ৫৭৬ পিস, বেটনোভেট ক্রিম-৮ হাজার ৯২০ পিস, ভারতীয় Practin সিরাপ- ৯০০ বোতল, ভারতীয় Nimesulide ট্যাবলেট-৭,০০,০০০ পিস, চুপা চুপস্ সফ্ট ক্যান্ডি-১৪ হাজার ২৪০ পিস, Hydroquinone tretinoin & mometasone furoate ক্রিম- ৪ হাজার ৬৬৪ পিস এবং ভারতীয় চিনি- ৪ হাজার ২০০ কেজি।

বর্তমানে আটককৃত চোরাচালানী মালামাল বিজিবি’র হেফাজতে রয়েছে যা আখাউড়া কাস্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Daily Frontier News