Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডাক্তার বাড়ী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ।

লিয়াকত মাসুদ কসবা ব্রাহ্মণবাড়িয়া :
আনন্দ ও সহমর্মিতার বার্তা নিয়ে হাজির হচ্ছে,পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বাহার আটা ডাক্তার বাড়ী কল্যাণ টাস্টের উদ্যোগে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (১ মে) বিকালে বাহার আটা ডাঃ আব্দুর রাজ্জাক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলার তিন শতাধিক দরিদ্র মহিলা ও পুরুষদের মাঝে শাড়ি ও লুঙ্গি ইদ সামগ্রী বিতরণ করা হয়
বাহার আটা ডাক্তার বাড়ী কল্যাণ ট্রাস্টের সভাপতির লায়ন রুহল আমিন এফসিএমএ সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন এডভোকেট গোলাম মোস্তফা, সদস্য বাংলাদেশ আওয়ামিলীগ কেন্দ্রীয় উপকমিটি,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহারী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন মোশেদ,কসবা উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ইকবাল হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য নাছিমা আমির, মেহারী ইউনিয়ন যুবলীগের আহবায়ক আকসান হাবীব সুহেল,মেহারী ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক অলি মেম্বার, ছাএলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল সরকার,সহ প্রমূখ।সার্বিক তত্ত্বাবধানে হাবিবুর রহমান হীরা, লুৎফর রহমান সোহাগ, আল আমিন চৌধুরী,। প্রবাস থেকে আর্থিক সহযোগিতা করেন রায়হান, সিহাব, সাদেক, মাফিকুল,সুলতান আরো অনেকেই।
বাহার আটা ডাক্তার বাড়ী কল্যাণ ট্রাস্টের সভাপতি লায়ন রুহল আমিন এফসিএমএ জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ডাক্তার বাড়ী কল্যাণ ট্রাস্টের নিজস্ব অর্থায়নে উপজেলার দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী উপহার, ঈদে ঈদ সামগ্রী বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, নতুন পোষাক উপহার, বৃক্ষরোপণ ও বিতরণসহ নানারকম সেবামূলক কাজ করে আসছে।

Daily Frontier News