লিয়াকত মাসুূদ কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ-
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম। এ দফায় টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে উপজেলায় দশটি ইউনিয়ন একটি পৌর সভায় আটহাজার ১৬ জন পরিবার পাবে টিসিবি পণ্য। একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারছে।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলমমের নির্দেশনায় মেহারী ইউপি প্যানেল চেয়ারম্যান নোয়াব মিয়ার উপস্থিতিতে টিসিবির ডিলার আবু কাউসারের মধ্যমে এসব পন্য বিক্রি করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব আবুল হোসেন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম,ডলী রানী দেব, রশীদ মিয়া, মো আব্দুল মালেক, জুয়েল মিয়া, মো মফিজ উদ্দিন,মিজান মিয়া, পারভীন বেগম,সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ
এদিকে, প্রায় দুই মাস পর টিসিবির পণ্য পাওয়ার খবরে ফ্যামিলি কার্ডধারীর অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন। ডিলাররা বলছেন, কোরবানির ঈদকে সামনে রেখে টিসিবির পণ্য বিক্রির এই উদ্যোগ কিছুটা হলেও নিম্ন আয়ের মানুষের উপকারে আসবে।
প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কিনতে হবে পণ্য। এই কার্ডের বাইরে কেউ টিসিবির পণ্য নিতে পারবেন না।
একজন টিসিবি ডিলার জানিয়েছেন, প্রতিটি প্যাকেটে দু’ কেজি তেল, দু’ কেজি ডাল ও দু’ কেজি চিনি থাকবে। তেল ১১০, ডাল ৬৫ ও চিনি ৫৫ টাকা কেজি দরে বিক্রি করা হবে।
কসবা উপজেলা টিসিবির টিসিবি ডিলার আবু কাউসার জানান, তিনি কার্ডধারীদের টিসিবি পণ্য সরবাহরের করছে। এদিকে, নিত্যপণ্যের এই দামবৃদ্ধির সময় ভর্তুকি মূল্যে তিনটি পণ্য পেয়ে অর্থ সাশ্রয় হবে বলে মনে করছেন শ্রমজীবী মানুষ
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics