আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়াঃ-
. জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় কয়েকটি ইউনিয়ন ২১ও ২২শে আগষ্ট ২০২৪ইং ভারতীয় বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত প্রায় শতাধিক পরিবার।
. বর্তমান বাংলাদেশের ক্লান্তি লগ্নে, গত দুই দিনের ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলার ন্যায় বিজয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ বৃষ্টির পাহাড়ি স্রোতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের,বামুটিয়া,ধোরানাল, মধুপুর, জলিলপুর সহ কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্হ প্রায় শতাধিক পরিবার। এদিকে পাহাড়পুর ইউনিয়নের সংযুক্ত আলেকপুর থেকে আড়িয়াল বাজারের রাস্তা পানিতে তলিয়ে গেছে। চান্দুরা ইউনিয়নের দাউদপুর গ্রামের আল আমিনের তিনটি পুকুর ও সাতগাওঁ গ্রামের আবুখা ও সৈয়দ মিয়া পুকুরের লক্ষ টাকার পুকুরের মাছ বন্যার পানিতে ছুটে গেছে।
. বন্যার্তদের আহাজারী,এই আকস্মিক বন্যার কারনে আমরা নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ পায়নি। আমাদের গরুর ছাগল সহ বিভিন্ন গৃহপালিত পশুর ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা ঘর হতে বাহির হতে পারছিলামনা। আমাদের পুকুরের মাছগুলা বন্যার পানিতে চলে গেছে। বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক রাতে ও সন্ধ্যায় আমাদের খোঁজখবর নিয়েছে। আমাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।
. বিজয়নগর উপজেলা প্রশাসনের তথ্য মতে, উপজেলার ক্ষতিগ্রস্হের ইউনিয়ন ১টি, প্লাবিত গ্রাম ৪টি, পানিবন্দী পরিবারের সংখ্যা ৩০টি, ক্ষতিগ্রস্হ লোক সংখ্যা প্রায় ১২০জন।
. এ বিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার জনাব সৈয়দ মাহাবুবুল হক,মিডিয়া প্রতিনিধিকে জানান, ভারত ও বাংলাদেশে ভারী বৃষ্টির কারণে সারা দেশের ন্যায় বিজয়নগরেও কিছু কিছু এলাকায় প্লাবিত হয়েছে, আমি আমার টিম নিয়ে যথা সময়ে বন্যার্তদের খোঁজখবর নিয়েছি। বন্যার্তদের নির্দেশিত নিরাপদ স্থানে আসার জন্য উদ্বুদ্ধ করেছি। আমাদের পরিদর্শনে কাজ চলমান আছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics