মোঃ শাহিন চৌধুরা বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়াঃ-
. জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা ৭ই জুলাই ২০২৪খ্রি.তারিখ ভোর রাত ৩.২০ ঘটিকার সময় এসআই(নিরস্ত্র)/জাহাঙ্গীর আলম, এএসআই/দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা কালে বিজয়নগর থানাধীর সিঙ্গারবিল ইউপি উথারিয়াপাড়া সাকিনন্থ জৈনক বাদল ডাক্তার এর নির্মাণাধীন বিল্ডিং ঘরের ভিতর- ধৃত আসামী- মোঃ সাদ্দাম হোসেন (৩১), পিতা- আহাম্মদ মিয়া, সাং-নলগড়িয়া, থানা-বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়ার দখল ও হেফাজত হইতে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ।
. উক্ত আলামত বিধি মোতাবেক জব্দ করে। মাদকদ্রব্য আইনে মামলার অজু করা হয়।বিজয়নগর থানা মামলা নং-১৫, তাং-০৭/০৭/২৪খ্রি:। আসামি কোর্ট হাজতে সোপর্দ করা হয় ।
. এ বিষয়ে বিজয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ আসাদুল ইসলাম মিডিয়া প্রতিনিধিকে জানান, আসামি সাদ্দামের বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে। সে প্রকৃত মাদক ব্যবসায়ী। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics