Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ফুটবল খেলায় সংঘর্ষে আহত ১০

 

আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

 

.    ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৫২তম গ্রীষ্মকালীন স্কুল এন্ড মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতায় এ ঘটনা ঘটে।

খেলাটি উপজেলার সকল স্কুল ও মাদ্রাসার ছাত্রদের নিয়ে গত ১৭ থেকে ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে।

২২শে সেপ্টেম্বর (সোমবার) ক্রীড়া প্রতিযোগিতার দিনের প্রথমার্ধের বুল্লা আদর্শ উচ্চ বিদ্যালয় বনাম বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুল এর খেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় ২৫ জন আহত হয়েছে।

এ বিষয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: শাজাহান খান সংঘর্ষের সত্যতা স্বীকার করে জানান, আমাদের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কিছু বহিরাগত দুষ্কৃতীরা এ ঝামেলা সৃষ্টি করিয়াছে। আমি খবর পেয়ে মাঠে গিয়ে ঘটনার নিয়ন্ত্রণে আনি।

এ বিষয়ে মাঠের রেফারি ও শিক্ষক মোকলেস জানান, বহিরাগত কিছু লোক আকস্মিকভাবে আক্রমন চালালে শিক্ষক সহ ৫-৭ জন আহত হয়েছেন।

এ বিষয়ে বুল্লা আদর্শ উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ওসমান গনি জানান, বিষয়টা আমরা ভিন্ন রূপ ধরার আগেই সকলে মিলিত হয়ে মীমাংসা করে ফেলছি।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন জানান, কিছু বহিরাগতরা বিশৃঙ্খলা সৃষ্টি করিয়াছে আমাদের ছাত্রদের মধ্যে কেউ আহত হয়নি। তবে সেটা উভয় পক্ষকে নিয়ে মীমাংসা করা হয়েছে। যেহেতু তাদের খেলাটা দ্বিতীয়বার দেওয়া সম্ভব না সেক্ষেত্রে টসের মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে।

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, আমার কাছে কোন অভিযোগ আসেনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে আয়োজক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমাকে বিষয়টি অবগত করেছে এবং উভয় পক্ষকে নিয়ে মীমাংসা করেছেন।

Daily Frontier News