Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণবাড়িয়া বিজয়বিজয়নগরে আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ কর্তৃক ৩ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের   ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ১ জন গ্রেফতার

 

মোঃ শাহিন চৌধুরী জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়াঃ- 

 

.     জেলা ব্রাহ্মণবাড়িয়া ১২ই অক্টোবর ২০২৫ খ্রি. বিকাল ৩.৩০ ঘটিকায় বিজয়নগর থানাধীন আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম বিজয়নগর থানা এলাকায় অভিযান পরিচালনাকালীন বিজয়নগর  থানাধীন পাহাড়পুর ইউনিয়নের কামালমুড়া মধ্য পাড়া এলাকা হইতে ১ জন মাদক কারবারী কে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হইতে ১৯১৬ (এক হাজার নয়শত ষোল) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

.    উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর মূল্য প্রায় ৩ লক্ষ ৮৩ হাজার ২ শত টাকা। বিধি মোতাবেক জব্দ তালিকা করে ।

.  গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:- (১) মোঃ শিপন মিয়া ৩৫), পিতা- আশু ভূইয়া,সাং-কামালমুড়া মধ্য পাড়া, ইউনিয়ন-১০ নংপাহাড়পুর,থানা- বিজয়নগর
জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

.    এ সংক্রান্তে বিজয়নগর থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ শহিদুল ইসলাম,ডেইলি ফ্রন্টিয়ার.নিউজ মিডিয়া প্রতিনিধিকে বলেন, থানায় একটি নিয়মিত মাদক দ্রব্য আইনে মামলা রুজু হয়েছে। থানা এলাকা আইন-শৃঙ্খলা রক্ষায় ও মাদকবিরোধী অভিযানের অংশ বিশেষ। আমাদের অভিযান অব্যাহত আছে । আসামী কে কোর্ট হাজতের সপোর্দ করা হয়েছে। আমরা দায়িত্ব পালনের সচেষ্ট আছি ।

Daily Frontier News