Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎ পৃষ্টে এক অটোরিকশা চালকের মৃত্যু

 

 

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি ।।

 

রোববার দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার টাকুই গ্রামের জয়দল হোসেন (৫০) নামের অটোরিকশা চালক তার ঘরে টিভি দেখার সময় টিভির পৃষ্ঠ হয়। এসময় তার স্ত্রী ও ছেলে বিদ্যুৎ এর লাইন অফ করে তাকে উদ্ধার করে দ্রুত বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডা. মোঃ গোলাম মোস্তফা মৃত্যু ঘোষণা করেন।
নিহতের ছেলে আমজাদ হোসেন ও ভাই তফাজ্জল হোসেন জানান জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়ন এর টাকুই গ্রামের মৃত নিয়ত আলীর ছেলে অটোরিকশা চালক মোঃ জয়দল হোসেন (৫০) রোববার দুপুরে ২.৩০) মিনিটে অটোরিকশা চালিয়ে বাড়ি ফিরে। ঘরে প্রবেশ করে ভাত খেতে বসে টিভি অন করে। এসময় টিভিতে সমস্যা দেখা দিলে তিনি টিভির পিছনে হাত দিলে বিদ্যুৎ এর তারে জড়িয়ে গেলে তার ছেলে আমজাদ বিদ্যুৎ এর লাইন বন্ধ করে দেন। বাড়ির লোকজন নিয়ে তাকে উদ্ধার করে দ্রুত বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডা.মোঃ মোস্তফা কামাল তাকে মৃত্যু ঘোষণা করেন।

Daily Frontier News