বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের জাকির হোসেন এর তানিম নামে চার বছরের এক শিশুর বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ১১ই জুন ২০২২ইং শনিবার দুপুর ২টার দিকে। অপর দিকে একই উপজেলার শিদলাই গ্রামের ফরহাদ হোসেনের ছেলে মোহাম্মদ হোসাইন নামে দেড় বছরের শিশু সন্তান বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা যায় ।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শিশু তানিম খেলতে গিয়ে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে ডুবে মারা যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশু তানিমের লাশ পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পানি থেকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তানিমকে মৃত ঘোষণা করেন। এদিকে একই উপজেলার শিদলাই এলাকায় পানিতে ডুবে আরেক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শিদলাই গ্রামের ফরহাদ হোসেনের ছেলে মোহাম্মদ হোসাইন নামে দেড় বছরের শিশু সন্ত্রান বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর বাড়ি পাশের পুকুরে ভাসতে দেখে পরে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তানিমকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক জানান, এখানে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics