Daily Frontier News
Daily Frontier News

ব্রাক্ষণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির ভিলেজ ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

 

 

বিশেষ প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীনঃ-

 

ব্রাক্ষণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির ভিলেজ ইলেকট্রিশিয়ানদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় পল্লী বিদ্যুৎ সমিতির হল রুমে অনারম্ভ আনুষ্ঠানিক ভাবে মতবিনিময় সভা প্রস্তুতি হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি অত্র পবিসের জেনারেল ম্যনেজার মোঃ আখতার হোসেন, উপস্থিত ছিলেন এজিএম (এম এস) প্রকৌশলী মোঃ নুরে আলম, পাওয়ার ইউজ কো-অডির্নেটর মোঃ নওয়াব আলী, অত্র পবিস, জোনাল,সাব জোনাল অফিসের সকল ওয়্যারিং পরিদর্শক ও ইলেকট্রিশিয়ান গন। ব্রাক্ষণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতিতে দালাল নির্মূল প্রসংঙ্গ ও ভোগান্তি ছাড়াই বিদ্যুৎ সংযোগ প্রতিপাদ্যকে সামনে রেখে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা সঞ্চালনা করেন এজিএম (এম এস) প্রকৌশলী নুরে আলম।
বক্তব্য রাখেন ভিলেজ ইলেকট্রিশিয়ান মোঃ রফিকুল ইসলাম কসবা জোনাল অফিস, তিনি ইলেকট্রিয়ানের দাবিদাওয়া ও ভাগ্য পরিবর্তনে জোর দাবি রাখেন
প্রধান অতিথির বক্তব্যে বলেন
গ্রামীন অবকাঠামো উন্নয়ন তৃর্ণমূলে গ্রাহকের সুবিধায় গুরুত্বপূর্ণ মাইলফলকের সন্ধিক্ষণে শতভাগ বিদ্যুতায়ন নিঃসন্দেহে অনন্য এক জাতীয় অর্জন। এই অর্জনের কৃতিত্ব দেশের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিদ্যুতায়নে সক্ষমতা, বর্তমান সরকারের দূরদর্শী, সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের ফলে বিদ্যুৎ খাতে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে।
তিনি আরো বলেন বিদ্যুতের অপচয় রোধে সচেতন হওয়ারও জন্য সবার প্রতি আহ্বান ও মটর চালিত অটোচার্জিং গ্যারেজ মালিক অটো চালকদের সুবিধা অসুবিধা নিয়ে মাট পর্যায়ে মিটিং এর আহবান জানান।
সাধারণ গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, পল্লী বিদ্যুতের নতুন সংযোগ স্থাপন ও যে কোন সমস্যায় আমরা সমাধান করতঃ কোন প্রকার দালালের খপ্পড়ে পড়বেন না। খুঁটি স্থাপন থেকে শুরু করে বাড়ীতে বিদ্যুৎ সংযোগ পেতে গুনগত মানের ওয়্যারিং নিশ্চিত করতে ভিলেজ ইলেকট্রিশিয়ান আহবান জানান।

Daily Frontier News