নিজস্ব প্রতিনিধি :-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একদফা দাবিতে মাঠে নামেন ছাত্র-ছাত্রীরা। আন্দলোন চরম অবস্থায় গেলে সরকার কারফিউ জারি করেন এবং বাংলাদেশ পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলিবর্ষণ করে।
এই পরিস্থিতিতে পেশাগত দায়িত্বে সংবাদ সংগ্রহের মাঠে ছিলেন সাংবাদিক মো. আমিনুল ইসলাম ইমন (কার্ড নং BS10664)। প্রেস সেফটি জ্যাকেট পরে গত ২০ জুলাই সন্ধায় কারফিউ চলাকালীন সময়ে পেশাগত দায়িত্ব পালন অবস্থায় গুলিবিদ্ধ হন।
জানা যায়, ঢাকার মালিবাগ রেটগেট মোড়ে সংবাদ সংগ্রহে গেলে তাকে পেছন থেকে গুলি করে আইনশৃংখলা বাহিনী। দুই পায়ে রানে গুলি লাগে, তাৎক্ষনিকভাবে জনৈক মারফত ঢাকা মেডিকেলে নিয়ে চিকিৎসা ও অপারেশনের জন্য ভর্তি করা হয়।
বর্তমানে শেখ হাসিনা বার্ন ইউনিটে ডাক্তারি পরিচর্যায় আছেন এবং বর্তমান অবস্থা আশঙ্কাজনক।
সাংবাদিক মো. আমিনুল ইসলাম ইমনের খোঁজখবর নিতে যান ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে কার্যকারী নির্বাহী সদস্য মোহাম্মদ রাজু আহমেদ ও জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: রাসেল সরকার এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর নেতা সাংবাদিক জুয়েল খন্দকার, আজিজুল ইসলাম যুবরাজ, দৈনিক ইনকালাব প্রতিনিধি মোহাম্মদ জহিরুল ইসলাম মারুফ খন্দকার সহ সাংবাদিক নেতৃবৃন্দ বার্ন ইউনিটে গিয়ে সাংবাদিকের খোঁজ খবর নেন, উন্নত চিকিৎসার জন্য অন্তর্বর্তী কালীন সরকারের প্রতি আহবান জনিয়ে আহত রোগীর সুস্থতা কামনা করেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics