Daily Frontier News
Daily Frontier News

বুড়িচং ইউপি সড়কের বেহালদশা ; সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি

 

 

মোঃ আব্দুল্লাহ, বুড়িচং।

 

কুমিল্লার বুড়িচং উপজেলার ইউপি রোড টি বেহাল অবস্থায় দিনের পর দিন অতিবাহিত হচ্ছে।
একটু বৃষ্টি হলেই যেন পানিতে পরিপূর্ণ হয়ে যায় সড়কটি। এই সড়ক দিয়ে প্রায় প্রতিদিন শতাধিক যানবাহন এবং বিভিন্ন স্কুল কলেজ, অফিসের হাজার হাজার লোকের চলাচল কিন্তু বৃষ্টিতে সড়কটিতে চলাচল জনসাধারণের নাভিশ্বাস হয়ে উঠেছে। পানি অপসারণের উপায় না থাকায় জমাটবদ্ধ পানি আটকে কর্দমাক্ত হয়ে যায় সড়কটি।রাস্তার পাশে ড্রেন থাকলেও বাজার কমিটির হেয়ালিপন্ন দায়িত্বশীলতা একে আরও চলাচলের অনুপযোগী করে তুলেছে। দীর্ঘদিন ময়লা আর্বজনায় পরিপূর্ণ থাকায় পানি অপসারিত হচ্ছে না ড্রেন দিয়ে, তারপরও বাজার কমিটি ড্রেন পরিষ্কারে কোনো পদক্ষেপ নিচ্ছে না । ড্রেন গুলো পরিষ্কার করলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এই রাস্তাটির বাহ্যিক দৃশ্য। । তারা নিজের অক্ষু আরাল করে যাচ্ছে এ ব্যাপারে তাদের কোনো তৎপরতা নেই।
এভাবে চলতে থাকলে জনসাধারণের ভোগান্তির সীমা থাকবে না।
এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আর্কষণ করছি যেন সড়কটি কে যান ও জনসাধারণের চলাচলের উপযোগী করতে সদা তৎপর থাকে।

Daily Frontier News