Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মরণে সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

 

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।।

 

 

কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কবি ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় সংস্কৃতি চর্চা ও প্রশিক্ষণ কেন্দ্র–এর আয়োজনে বুড়িচং প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন। সভাপতিত্ব করেন সংস্কৃতি চর্চা ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আলাউদ্দিন আহমেদ আলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক,জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন,সাবেক সাধারন সম্পাদক মো. কামাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলার আমীর অধ্যাপক অহিদুর রহমান, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম,বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির সহকারী অধ্যাপক মো. রবিউল আলম,বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু,সিএনজি ও অটোরিকশা সমবায় সমিতি বুড়িচং উপজেলা সভাপতি মো. শহিদুল্লাহ,উপস্থিত ছিলেন সাংবাদিক মারুফ হোসেন।

আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা সেক্রেটারি ফারুক চৌধুরী,শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং উপজেলা সভাপতি মাওলানা জাকারিয়া খান, বাংলাদেশ লেবার পাটির নেতা মাসুদ মিয়া চৌধূরী।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন গীতিকবি ও সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়। সংগীত পরিবেশনা করেন আলাউদ্দিন আহমেদ আলাল, সানজিদা, সাকিরা, হাবিবা, তমা, রাবেয়া আক্তার, সিয়াম, দীপক চন্দ্র, অনিক, আনিকা, তনাশ্রী ও মারজিয়া।

এছাড়া অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, কবি-সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিপ্রেমী বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন,বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি নন, তিনি ছিলেন একাধারে সংগীতজ্ঞ, সাহিত্যিক ও অবিচারের বিরুদ্ধে এক গর্জে ওঠা কণ্ঠস্বর। তার সাহিত্য ও গান আমাদের মুক্ত চিন্তার প্রেরণা যুগিয়েছে। তরুণ প্রজন্মকে নজরুলের জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে এবং সমাজে অসাম্প্রদায়িক চেতনাকে জাগিয়ে তুলতে তার সাহিত্য চার্চা করতে হবে।

Daily Frontier News