Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে বজ্রপাতে আহত দিনমজুর আব্দুর রশিদ মৃত্যু

 

বুড়িচং প্রতিনিধি।।

 

কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামের দরিদ্র দিনমজুর আব্দুর রশিদ বজ্রপাতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনে মৃত্যু বরন করেন। ঘটনা টি ঘটেছে গত বৃহস্পতিবার দুপুর ২টার সময় বৃষ্টি চলাকালীন সময়ে আব্দুর রশিদ সাদকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের জমিতে ধানের চারা রোপন করার সময় হঠাৎ বজ্রপাতে আহত হয়। স্থানীয় লোক জন তাকে উদ্ধার করে প্রথমে কুমেকে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম জানান বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামের হাজী আব্দুল জবাব মাষ্টার বাড়ির কনু মিয়ার ছেলে দরিদ্র দিনমজুর আব্দুর রশিদ গত বৃহস্পতিবার দুপুর ২ টায় স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের জমিতে ধানের চারা রোপন করার সময় বৃষ্টি নামে এবং হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। সাথে সাথে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।শুক্রবার দুপুর ১২ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন সময়ে তিনি মারা যান। তার মৃত্যু খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দরিদ্র দিনমজুর আব্দুর রশিদ এর এক ছেলে, ২ মেয়ে রয়েছে।

Daily Frontier News