Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে পৈতৃক সম্পত্তিতে নির্মাণ করা ঘর ভাংচুর জোর পূর্বক দখলের অভিযোগ

 

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা বুড়িচং উপজেলার ভরসার বাজারে পৈতৃক সম্পত্তিতে নির্মাণ করা ঘর ভাংচুর করে জোর পূর্বক দখলের অভিযোগ করেছে ভুক্তভোগী এক পরিবার।
গত ২৪ জুলাই দুপুরে সরেজমিনে গিয়ে এবং অভিযোগের ভিত্তিতে জানা যায়, ভরসার বাজারে রাস্তার পাশে ডোবা ভরাট করে পৈতৃক সম্পত্তিতে ঘর করে মো. আব্দুল কাদের সহ তারা তিন ভাই। সেখানে ঘর করতে বাঁধা দেয় বুড়িচং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠু সহ তার ভাইয়েরা। বাঁধা অপেক্ষা করে ঘর করলে ঘরে একাধিক বার তালা ভেঙে দখলের চেষ্টা করে অভিযুক্ত জাকির হোসেন, মনির হোসেন ও নাজমুল হাসান। গত ২৪ জুলাই ভোর রাতে অভিযুক্ত ব্যক্তিরা ঘরটি ভাংচুর করে টিন এবং ভেরা গুলো আলাদা করে পাশে ফেলে দেয়।
এ বিষয়ে ভুক্তভোগী আমিনুল ইসলাম বলেন, এটা আমাদের পৈতৃক সম্পত্তি। ডা. মিঠু সরকারি কর্মকর্তা তাই প্রশাসনকে হাত করে এ জায়গা জোর করে দখল করতে চায়। তারা আমার ভাইয়ের উপরে হামলাও করেছে। গতকাল ভোর রাতে মিঠু ও তার ভাইয়েরা আমার ঘরটি ভাংচুর করে। আমরা এখানে আসতে চাইলে তারা আমাদেরকে উদ্দেশ্য করে ককটেল মারে। আমাদেরকে প্রতিনিয়ত হুমকি ধমকি দিয়ে আসছে। আদালতে মামলা চলমান থাকার সত্যেও তারা আজকে আমার ঘরটি ভাংচুর করে। আমাদের আসল কাগজপত্র থাকার সত্যেও তারা জোর করে এ জায়গা দখল করতে চায়। কয়েকদিন আগে তারা আমাদের উপরে হামলা করে। এ হামলায় আমার ভাই আহত হয়ে কুমিল্লায় চিকিৎসাধীন ছিল। আর এদিকে থানার ওসি আমাকে ফোন করে থানায় নিয়ে মামলা ছাড়া আমাকে আটকে রাখে। আমি কিছু দিন আগে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর অভিযোগ করেছি। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।
অভিযুক্ত বুড়িচং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠু বলেন, জায়গাটা আমার আব্বায় কিনেছে। তারা আমার জায়গায় ঘর করেছে। তারা তাদের ঘর নিজেরা ভেঙ্গে আমাদের উপরে দোষ চাপাতে চাচ্ছে।
এ বিষয়ে জানতে বুড়িচং থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খন্দকারকে একাধিক বার ফোন করি কিন্তু সে ফোন রিসিভ করেনি।

Daily Frontier News