Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে পেঁয়াজের বাজারে অস্থিরতা, দাম বেড়ে সেঞ্চুরি

 

মোঃ আবদুল্লাহ বুড়িচং।।

বেশ কয়েক মাস পর আবারও অস্থির হয়ে উঠছে পেঁয়াজের বাজার। কোরবানি ঈদের আগে এক দফায় বেড়ে কিছুদিন স্থির থাকার পর এবার কেজিতে আরও ১০থেকে ২০ টাকা বেড়েছে। কুমিল্লার বুড়িচং উপজেলায় বিভিন্ন   বাজারে এখন ১০০ টাকায় বিক্রি হচ্ছে প্রতিকেজি পেঁয়াজ। দীর্ঘদিন পর পেঁয়াজের বাজারে সৃষ্ট এ অস্থিরতায় ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতা সাধারণ জনগণ ।

ব্যবসায়ীরা অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছেন সরবরাহ সংকট।গত শুক্রবার (৬ জুলাই) বুড়িচং সদর কাঁচাবাজারে কোরবানি ঈদের সময় বাজারে ৭০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হয়েছে পেঁয়াজ। এখন তা বেড়ে দাড়িয়েছে ১০০ টাকা। মাত্র ১৫ দিনের ব্যবধানে প্রতি কেজিতে ১০- ২০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম।

পাইকারি ব্যবসায়ী মো: মোহাম্মদ আলী বলেন ভারত থেকে চার-পাঁচ মাস পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। এর ফলে বাজারে সরবরাহ কম ছিল। সেই সময় মানুষ বেশি পরিমাণে দেশি পেঁয়াজ কিনেছেন। পরে আবার ভারত পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয় কিন্তু এর ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করে। এতেই দেশে পেঁয়াজের দাম বেড়ে যায়। ফলে বাজারে আমদানি করা পেঁয়াজের দাম দেশি পেঁয়াজের চেয়েও বেশি পড়ছে। এছাড়া বর্তমানে ভারত থেকে কম পরিমাণে পেঁয়াজ আমদানি হচ্ছে বলেও জানান। খুচরা বিক্রেতা মো: জহির উদ্দিন মিয়া বলেন আমাদের মতো খুচরা ব্যবসায়ীদের কাছে আলাদা করে পেঁয়াজের কোন মজুত নেই। গৃহস্থদের কাছে যা আছে সেগুলোই খুচরা ব্যবসায়ীদের কাছে আসছে। গৃহস্থরা এবার আস্তে আস্তে বাজারে পেঁয়াজ ছাড়ছে সব একবারে ছাড়েনি তাই দাম উঠানামা করছে।

Daily Frontier News