Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

 

মোঃ আব্দুল্লাহ বুড়িচং।।

“উদ্ভাবনী জয়োল্লাস স্মার্ট বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে একদিন ব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হালিমা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা -৫ ( বুড়িচং – ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এড আবুল হাশেম এমপি।

এসময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুন,উপজেলা সহকারী কমিশনার ভূমি সামিউল ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রৌশন আরা,ওসি তদন্ত কবির হোসেন,কৃষি কর্মকর্তা কৃষিবিদ বানিন রায়,সদর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন,পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের, ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন,উপজেলা বিআরডিবি চেয়ারম্যান শরিফুল ইসলাম,পূর্বহুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুউল্লাহ ভুঞা, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জি:মোঃ বাছিন খান,ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ সুমন,বাংলাদেশ মেম্বার কল্যান এসোসিয়েশনের বুড়িচং উপজেলা সভাপতি মোঃ লিটন রেজা মেম্বার ও সাধারণ সম্পাদক মোঃ বাদল খাঁ সহ অন্যান্যরা।
শেষে একটি র‍্যলী বের করা হয়েছে। এ মেলায় প্যাভিলিয়ন-১ (উদ্যোগ এবং স্টার্টআপ), প্যাভিলিয়ন-২ (ডিজিটাল সেবা), প্যাভিলিয়ন-৩ (হাতের মুঠোয় সেবা), প্যাভিলিয়ন-৪ (শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান)

পরের প্রধান অতিথি সহ অতিথিবৃন্দরা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।

Daily Frontier News