Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা

 

মোঃ আবদুল্লাহ বুড়িচং।।

শেখ হাসিনার সরকার পতনের পর ভেঙ্গে পড়েছে পুলিশের চেইন অব কমান্ড আতঙ্কে পুলিশ সদস্যরা থানায়েও যাচ্ছেন না । দেখা মেলেনি সড়কেও তাই কুমিল্লার বুড়িচং সদর বাজারে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন রাস্তায় মোড়ে যানজট নিরসনের নিরবিচ্ছিন্নভাবে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।রাস্তার সিগন্যালের পাশাপাশি তারা ফুটপাতে হাঁটা,নিদিষ্ট স্থান থেকে গাড়িতে ওঠানামা ও গণপরিবহন গুলো নিদিষ্ট স্থানে থামার নিদেশনা দিচ্ছেন।

নিয়ম মেনে চলতে মানুষ ও গাড়ি চালকদের বাধ্য করছেন। ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি তারা মানুষকে নিয়ম-শৃঙ্খলা শিখাচ্ছেন ও চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন।
এদিকে রাস্তায় পুলিশ প্রশাসনকে দেখা যায়নি। তবে সতর্ক অবস্থায় দেখা গিয়েছে সেনাবাহিনীকে।

সাধারণ নাগরিকেরা শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানান।

বুড়িচং এরশাদ (ডিগ্রি) কলেজের বিএনসিসি ৩০জন শিক্ষার্থী এ কাজে নিয়োজিত।

দেশটা আমাদের সুন্দর করে সাজাতে সকলের সহযোগিহতা প্রয়োজন। সড়ক নিরাপত্তার দায়িত্বে থাকা শিক্ষার্থীদের বলতে শোনা যায়,হেলমেট ছাড়া মোটর সাইকেল না চালানোর অনুরোধ।

Daily Frontier News