Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও পোনামাছ অবমুক্তকরণ

 

 

মোঃ আব্দুল্লাহ বুড়িচং।।

 

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য
সপ্তাহ উপলক্ষে সারাদেশের ন্যায় কুমিল্লার বুড়িচং উপজেলায় এক বর্ণাঢ্য র‌্যালীও
পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। রোববার সকালে বুড়িচং উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে একটি
র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা
হয়। উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুন এর সভাপতিত্বে ও উপজেলা লিফ মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি এম হাবিবুর রহমানে
সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার ।
বিশেষ অতিথি হিসাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মীর হোসেন মিঠু, বুড়িচং থানার এস আই মোঃ শরীফুল ইসলাম ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রবিউল আলম পারভেজ।
আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা কর্মকর্তা রৌশন আরা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, সহকারী মৎস্য কর্মকর্তা দেয়ান নাজমুল হুদা।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বুড়িচং সদর ইউনিয়ন এর মৎস্য প্রতিনিধি মোঃ আব্দুল কুদ্দুস।

এসময় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

Daily Frontier News