বুড়িচং প্রতিনিধি।।
সোমবার কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে জন শুমারি ও গৃহ গণনা উপলক্ষে শুমারি স্থায়ী কমিটির সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন এবং পরিচালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা খন্দকার মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানের সার্বিক তত্তাবধানে এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান চেইন ম্যান মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু, ওসি তদন্ত ( ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোঃ মাসুদ আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী, উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা রৌশন আরা।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ সেবা অফিসার মোঃ আব্দুল আউয়াল, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম আজম, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ গোলাম সামদানী, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তোজ জোহরা, পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান হাজী মোঃ আবু তাহের, বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ জয়নাল আবেদীন, ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন, বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল করিম, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাসেম মাষ্টার, পরিসংখ্যান অফিস সহায়ক এম শাহ আলম, যুব উন্নয়ন অফিস সহায়ক ইউনুস মিয়া, প্রমুখ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics