মোঃ আব্দুল্লাহ বুড়িচং।।
বৃহস্পতিবার ২১ জুলাই কুমিল্লার বুড়িচংয়ের সকল গ্রাম পুলিশদের মাঝে পোশাক অন্যান্য সরঞ্জাম বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন। মোট ৮৩ জন গ্রাম পুলিশদের মাঝে এ পোশাক বিতরণ করা হয়। গ্রাম পুলিশদের মধ্যে ৭৪ জন পুরুষ ৯ জন নারী গ্রাম পুলিশ ছিলেন।পোশাক ও সরঞ্জাম এর মধ্যে ছিলো পুরুষদের জন্য শার্ট নীল রঙের ফুল ও হাফ হাতা একটি করে, ফুল প্যান্ট খাকি রং এর ২ টি করে, পুরুষ ও মহিলা উভয়ের জন্য কাপড়ের জুতা মোজা সহ ১ জোড়া করে , ছাতা জন প্রতি ১ টি করে, টর্চ লাইট জন প্রতি ১ টি,ওসোল্ডার ব্যাচ ২ টি, ব্যাল্ট ১ টি, এবং মহিলা গ্রাম পুলিশের জন্য জন প্রতি শাড়ী ২টি, ব্লাউজ ২ টি, পেটিকোট ২ টি করে সকলের মাঝে বিতরণ করা হয়। এসময় আরও অনেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন পোশাক বিতরণের সময় সকল গ্রাম পুলিশদের সঠিক ভাবে দায়িত্ব পালনের জন্য দিক নিদর্শনা দেন।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics