মোঃ আব্দুল্লাহ বুড়িচং।।
কুমিল্লা জেলা তথ্য অফিসের আয়োজনে বুড়িচং উপজেলার বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০অক্টোবর) এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গল্প শোনান বুড়িচং উপজেলা কমান্ডের সহকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ ছালাম খন্দকার। মুক্তিযুদ্ধের গল্পে মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবদানের কথা তুলে ধরে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি উপস্থাপন করেন।
কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন।
স্বাগত বক্তব্য রাখেন বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আমিনুল ইসলাম। এসো মুক্তিযুদ্ধের গল্প অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন কারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics