মোঃ আব্দুল্লাহ বুড়িচং।।
২৬ মে বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং উপজেলার ৪ নং ষোলনল ইউনিয়ন পরিষদের ১৬৪ জন অসহায় গরীব দরিদ্রদের মাঝে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে বি জি ডির চাল বিতরন করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে বি জি ডির চাল বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব খাবির আহম্মদ, প্যানেল চেয়ারম্যান বাদল খা,ইউপি সদস্য যথাক্রমে কামাল হোসেন, মান্নান ভূইয়া, সিরাজুল ইসলাম,জামাল হোসেন, কাসেম,জালাল, তোফায়েল, নজরুল ইসলাম, জরিপা বেগম,জুখেলা বেগম, কুলসুম আক্তার,জামশেদ আলম,হাবিবুর রহমান ইমন প্রমুখ।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics