মোঃ আব্দুল্লাহ বুড়িচং।।
সোমবার কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স সহ উপজেলার পারুয়ারা অটো রাইস মেইলস এবং কংশনগর বাজারে চালের আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্র জানায় সোমবার বুড়িচং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আহমদ হোসেন মজুমদার এবং দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই মোঃ জাহিদুল ইসলাম সঙ্গী ফোর্স সহ উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়ন এর পারুয়ারা এলাকার ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দুই টি অটো রাইস মেইলসে অবৈধ ভাবে অতিরিক্ত চাল মজুদ করায় এবং তাদের লাইসেন্স নবায় না থাকায় ৩ টি ব্যবসা প্রতিষ্ঠান কে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। প্রতিষ্ঠান সমূহ হল পারুয়ারা নিউ অটো রাইস মেইলস মালিক নাসির উদ্দীন ভূইয়াকে ১০ হাজার টাকা, ফুল কুড়ি অটো রাইস মেইলস মালিক মোঃ মামুনুর রশীদ কে ১০ হাজার টাকা এবং কংশনগর বাজারের চাউলের গোডাউন রফিক এন্টারপ্রাইজ কে ৫ হাজার টাকা। সূত্র জানায় অবৈধ ভাবে চাল মজুদ কেউ করলে সামনে আরও কঠোর ভাবে অভিযান চালানো হবে। এছাড়া কেউ কার সাজি করে মূল্য বৃদ্ধি করলে তার উপযুক্ত ব্যবস্থা আইন অনুযায়ী নেয়া হবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics