Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ের আরাগ রোডের খাল খননের কারণের খাল সংলগ্ন সড়কে ফাটল সৃষ্টি

 

মোঃ আব্দুল্লাহ বুড়িচং।।

কুমিল্লার বুড়িচং উপজেলার সদর বাজারের
পশ্চিম পাশের খালটি ময়লা আর্বজনায় পরিপূর্ণ থাকায় গত ২৭ এপ্রিল দীর্ঘ দেড় বছর পর খনন কাজ শুরু হয়। বুড়িচং আরাগ রোডের ব্রীজ থেকে তাহের সর্দারের বাড়ি পর্যন্ত খাল খনন করা হয়। পরিকল্পিত ও সুশৃঙ্খলভাবে খাল খনন কাজ শেষ করা হলেও খননের কয়েকদিন পর দেখা দেয় বিপত্তি, আরাগ রোড ব্রীজের পাশ দিয়ে যাওয়া রাস্তাটিতে ফাটল দেখা দেয়। খাল খননের কারণে রাস্তাটিতে ফাটল ধরে যা জনসাধারণের জন্য হুমকি হয়ে দাড়িয়েছে।
যার প্রভাবে রাস্তাটি ভেঙ্গে পথচারী ও যান চলাচলের বাধা সৃষ্টি হবে।দ্রুত রিটার্নিং ওয়াল না দিলে রাস্তা ভেঙ্গে জনদুর্ভোগ তৈরি হবে। বুড়িচং সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম বলেন, দীর্ঘ দিন খালের খনন কাজ বন্ধ থাকার পর খাল খনন কাজ শুরু হলে জনসাধারণের দুর্ভোগ কমে আসে । সেইসাথে সড়কে ফাটল সৃষ্টি কারণে পথচারী ও যান চলাচলে বাধার সম্মুখীন হবে।
এই বিষয়ে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ফোনকলের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ হালিমা খাতুন বলেন, আমি এ বিষয়ে অবহিত হয়েছি এবং বিএডিসির কর্মকর্তাকে এ বিষয়ে অবহিত করা হয়েছে এবং এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

Daily Frontier News