Daily Frontier News
Daily Frontier News

বুড়িচং-ব্রাহ্মণপাড়া বন্ধু সেবা সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

 

 

বুড়িচং প্রতিনিধি।।

 

সেচ্ছাসেবী ও অরাজনৈতিক’বুড়িচং-ব্রাহ্মণপাড়া বন্ধু সেবা সংগঠন’ এর উদ্যোগে দুই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুরআন তেলাওয়াত ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
(১ জুলাই ২০২২) শুক্রবার বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার জিরুইন জাপান- বাংলাদেশ ফ্রেন্ডশীপ মিলনায়তনে বুড়িচং-ব্রাক্ষণপাড়া বন্ধু সেবা সংগঠন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক আইনমন্ত্রী প্রয়াত এডভোকেট আবদুল মতিন খসরুর সহধর্মিনী ও সিএমসি চেয়ারম্যান সেলিমা সোবহান খসরু।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু ইউসুফ এবং সাংগঠনিক সম্পাদক শাসছুল আলমের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা হাজী বিল্লাল হোসেন ঠিকাদার, সংগঠনের উপদেষ্টা ও দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ পত্রিকার সম্পাদক সৈয়দ আহাম্মদ লাভলু, সংগঠনের উপদেষ্টা ও বুড়িচং ইসলাম কমপ্লেক্সের স্বত্বাধিকারী হাজী মো: মফিজুল ইসলাম,বিশেষ অতিথি মো: হাবিবুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট জাহান আরা, জিরুইন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কমিটির সভাপতি এডভোকেট জাকির হোসেন, প্রধান শিক্ষক আলী আক্তার ভূঁইয়া, অলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম,দৈনিক কুমিল্লার কাগজের উপ-সম্পাদক সাংবাদিক জহির শান্ত, ইউপি সদস্য জাকির হোসেন, কামাল হোসেন।সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়ন সহ-সভাপতি গীতিকবি ও সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়। এসময় উপস্থিত ছিলেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা শেষে সন্ধ্যায় বিজয়ী শিক্ষার্থী ও অতিথিবৃন্দ দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

Daily Frontier News