Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

 

মোঃ আব্দুল্লাহ বুড়িচং।।

রোববার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২২/২৩ সনের উন্মুক্ত বাজেট ঘোষণা ইউনিয়ন পরিষদের হল রুমে করা হয়েছে। উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন।
উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ আবদুর রহমান ভূঁইয়া। বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন ভূঁইয়া, দৈনিক সমকালের বুড়িচং-ব্রাহ্মণপাড়ার প্রতিনিধি মোঃ জাকির হোসেন মেম্বার।
বক্তব্য রাখেন ইউপি সদস্য যথাক্রমে আব্দুল জলিল (বি,কম) , মালিহা ইসলাম, টিটু মিয়া, জসীম উদ্দীন , দুলাল মিয়া, অহিদুর রহমান অকি, মোঃ কৌশিক ভূঁইয়া, ফারুক আহমেদ, মোঃ রাসেল খান, মোঃ আবুল বাশার, খাদিজা বেগম ময়না,আঙ্গুরী বেগম সয়না, মোসাম্মদ শিল্পী আক্তার। এই সময়, এলাকার বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাজেটে সর্বাধিক গুরুত্ব পেয়েছে রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণ, বাজেটে মোট ব্যয় ও উন্নয়ন হিসাব ধরা হয়েছে ১ কোটি ৩২ লক্ষ পাঁচশত ১৪ টাকা, শিক্ষাখাতে ধরা হয়েছে১০,০০,০০০ অর্থাৎ ১০লক্ষ টাকা।

Daily Frontier News