Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

 

মোঃ আব্দুল্লাহ বুড়িচং।।

বুধবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলাৱ পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২২-২০২৩ সনের অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা ইউনিয়ন পরিষদের হল রুমে করা হয়েছে। উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলা নির্বাহি কর্মকর্তা হালিমা খাতুন এর নির্দেশে
উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান হাজী মোঃ আবু তাহের।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে চেয়ারম্যান হাজী মোঃ আবু তাহের এর নিকট বাজেট পেশ করেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আবুল মন্সুর মজুমদার রাজীব ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ কামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা সুপার মাওলানা সফিকুর রহমান ভূইয়া, এডভোকেট মোঃ জামাল হোসেন, সাবেক ইউপি মেম্বার বীর মুক্তিযোদ্ধা গাজী সরু মিয়া,বীর মুক্তি যোদ্ধা আব্দুল খালেক,হাজী মোঃ নুরুল ইসলাম সর্দার, আওয়ামী লীগ নেতা শামসুল আলম, সাবেক ইউপি মেম্বার মোঃ মাহবুবুর রহমান ভূইয়া, ডা. হুমায়ুন কবির, অব.আর্মি আমির হোসেন, সাবেক ইউপি সচিব মোঃ বশির আহাম্মদ বাচ্চু।
আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য যথাক্রমে প্যানেল চেয়ারম্যান মোঃ সুলতান আহাম্মদ মুন্সি, আব্দুল হক, নজরুল ইসলাম ভূইয়া, আতিকুর রহমান আবুল, মোঃ জসিম উদ্দিন আবির, মোঃ জামাল হোসেন, জয়নাল আবেদীন, শেফাউল করিম, তোফাজ্জাল হোসেন,আসমা আক্তার, রেহানা বেগম, রোমা আক্তার এবং আব্দুস সালাম প্রমুখ।এসময় পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ এর বিভিন্ন গ্রামের গণ্য মাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাজেটে সর্বাধিক গুরুত্ব পেয়েছে রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণ,শিক্ষা ব্যবস্থা। বাজেটে মোট ব্যয় ও উন্নয়ন হিসাব ধরা হয়েছে ১ কোটি ১ লক্ষ ৮৪ হাজার টাকা, রাস্তা নির্মাণ, পূর্ণ নির্মাণে বাজেট ধরা হয়েছে ২৭ লাখ, কৃষি খ্যাতে ৮ লক্ষ ৫০ হাজার টাকা, শিক্ষা ও খেলা ধূলা বাবদ বাজেট ধরা হয়েছে ১০ লাখ টাকা এবং যোগাযোগ ও ভৌত অবকাঠামো ৩২ লাখ টাকা।

Daily Frontier News