Daily Frontier News
Daily Frontier News

বীমা পেশায় সফল দুলাল চন্দ্র সুত্রধর স্বর্ন পদকে ভূষিত

 

 

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ-

 

বীমা পেশায় সফল দুলাল চন্দ্র সূত্রধর।দুলাল ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর জোন প্রধান হিসেবে জোনাল ম্যানেজার-১ পদে কর্মরত।

দুলাল চন্দ্র সুত্রধর সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের চন্দ্র মোহন সূত্রধরের ছেলে দুলাল চন্দ্র সূত্রধর বীমা পেশায় অনবদ্য ভূমিকা রাখায় স্বর্ণ পদক অর্জন করেছেন।

৩ অক্টোবর ২০২২ রোজ সোমবার কক্সবাজারে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ৫১ কোটি টাকা বীমা দাবি পরিশোধ ও উন্নয়ন সভায় দুলাল চন্দ্র সূত্রধরকে এ পদক প্রদান করা হয়।

জানা গেছে, ২০২১ সালে ২০০% নতুন প্রিমিয়াম অর্জন এবং নবায়ন শতভাগ প্রিমিয়াম আদায় ও নতুন সংগঠন সৃষ্টি সহ গ্রাহকসেবায় কোম্পানির সারা বাংলাদেশের সকল জোন-এর মধ্যে টপ টেন স্থান অর্জন করায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির নাসিরনগর জোন প্রধান দুলাল চন্দ্র সূত্রধরকে স্বর্ণ পদক দেয়া হয়।

Daily Frontier News